ডেক্স রিপোর্ট
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার দুপুরে সৈকতের গঙ্গামতি পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় মরদেহের পরনে কালো রঙের হাফপ্যান্ট এবং গায়ে লাল রংয়ের শার্ট পাওয়া গেছে। মরদেহটির পেটের বাম অংশে পঁচন ধরেছে। এর আগে সকাল দশটার দিকে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তাদের ধারনা সমুদ্র থেকে মরদেহটি ভেসে এসেছে।
কুয়াকাটা নৌ-পুলিশ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, মরদেহটির ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনের পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
