ঢাকাWednesday , 5 November 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

গ্রামীণ নারীদিবসে প্রযুক্তি সহায়ক সহিংসতা প্রতিরোধের তাগিদ

adminptk112233
November 5, 2025 11:53 am
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতেআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, প্রশমন ও করণীয় নিয়ে আলোচনা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, নারী অধিকারকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভাটি আয়োজন করে ‘বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক রেডিও কমিউনিকেশন (BNNRC) অ্যান্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্প। এটি নাগরিক সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হয়, যেখানে কারিগরি সহায়তা প্রদান করে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা।

পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য সচিব মো. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপিকা শিরিন নাহার। সভার সমন্বয়কারী ছিলেন মাহফুজা আক্তার এবং সঞ্চালনা করেন সাংবাদিক ফিরোজ আহমেদ।

সভায় নারী অধিকারকর্মী, কৃষি ও বীজ সংরক্ষণে জড়িত নারী, ডিজিটাল উন্নয়নকর্মী এবং কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের ১২ জন নারী কর্মীকে সম্মাননা সনদ প্রদান করা হয়।

মোট ৫০ জন অংশগ্রহণকারীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভাটি পটুয়াখালী অঞ্চলে নারীর ডিজিটাল নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে বলে অনুষ্ঠানে প্রতীয়মান হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।