ঢাকাThursday , 26 June 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

 ক্লাইমেট ইমারজেন্সি’ দাবীতে ধর্মঘট

adminptk112233
June 26, 2025 8:01 am
Link Copied!

নিউজডেস্কঃ

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বিশ্বে সুরক্ষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে এবং শ‚ন্য কার্বন নিঃসরণের জন্য “ক্লাইমেট ইমারজেন্সি” ঘোষণার দাবিতে জলবায়ু ধর্মঘট করেছেন শিশু ও তরুণরা।

সোমবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে শিশু ও তরুণরা ধর্মঘট এবং মানববন্ধন কর্মস‚চি পালন করেন। এরপর একটি পথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ টার্মিনালের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিসেফ এর সহযোগিতা ও ১২টি তরুণ সংগঠনের সমন্বয়ে জলবায়ু অবরোধ সপ্তাহ উদযাপন গ্রুপের উদ্যোগে এ কর্মস‚চি আয়োজন করা হয়।

এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশে এবং পৃথিবীর জন্য এক মহা বিপর্যয় হয়ে দাড়িয়েছে। জলবায়ু সংকট উত্তরণে প্রয়োজন দ‚ষণকারী দেশগুলোর থেকে প্রাপ্ত ন্যায্য হিস্যা নিশ্চিত করা। জলবায়ু পরিবর্তনের ফলে যে সব সংকট তৈরি হচ্ছে, এর জন্য সমাজে আরও বেশি অসমতা সৃষ্টি হবে। এই অসমতা দ‚র করতে এবং জলবায়ু সংকট মোকাবিলা করতে জোরালো দাবি তোলা প্রয়োজন যা বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের মধ্য থেকে উঠে আসছে।

কর্মস‚চির সমন্বয়ক ও পটুয়াখালী ইয়ুথ ফোরাম এঁর সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মস‚চিতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি খন্দকার ফরহাদ জামান, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন, শুকতারার পরিচালক মাহফুজা ইসলাম, ইউনিসেফের কনসালটেন্ট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী। এছাড়াও পটুয়াখালী ইয়ুথ ফোরাম এঁর সভাপতি মোঃ জহিরুল ইসলাম, এনসিটিএফ’র তাসনিম বিনতে মনির, ইয়েস বাংলাদেশের মোঃ হাসিবুর রহমান, পটুয়াখালী রাইডারসের সাফায়েত সাফি প্রমুখ।

কর্মস‚চীতে অংশগ্রহণ করে হেল্পিং হ্যান্ডস, ইয়েস বাংলাদেশ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স, শুকতারা, পটুয়াখালীবাসী, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, শুভসংঘ, কোস্ট ট্রাস্ট, সোনারচর উন্নয়ন ফোরাম, কুয়াকাটা তরুণ ক্লাব, পটুয়াখালী রাইডার্স ও ডিজিটাল ভিডিও সেন্টার।

এসময় ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বৈশ্বিক ভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ঝুকি নিরসনের উদ্যোগ গ্রহণ ও জলবায়ু অনুদান লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।