পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ব্যবসায়ী রুবেল হাওলাদারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
রবিবার রাতে পটুয়াখালী সদর উপজেলার টাউন বহালগাছিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রুবেল হাওলাদার ওই এলাকায় ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
