বিশেষ প্রতিনিধি
আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্খিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল।টানা ২৩বছর পর অনুষ্ঠিতব্য কাউন্সিলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ঢন ফরম সংগ্রহ করেছেন দুইজন। তারা হলেন জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব স্নেহাংষু সরকার কুট্টি এবং সিনিয়র সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না। অপর দিকে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ছয়জন। তারা হলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সরকারী পিপি এ্যাডভোকেট মুজিবর রহমান টোটন, জেলা বিএনপির সদস্য জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির (খান কবির), সাবেক যুবদল নেতা মোঃ সাইদুর রহমান তালুকদার (সাইদ তালুকদার), জেলা যুবদলের সাবেক সাবেক সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিটন, জেলা বিএনপির সদস্য মোঃ দেলোয়ার হোসেন খান নান্নু।আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা বিএনপির কাউন্সিল-২০২৫ এর নির্বাচন কমিশন ও চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হক ফরাজী এর চেম্বার থেকে উপরোক্ত প্রার্থীরা তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী কাল ব্যায়ামাগারে প্রথম অধিবেশনে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ভার্চুয়ারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিকালে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলর অনুষ্ঠিত হবে পটুয়াখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে। ইতিমধ্যে সেখানে পাচটি বুথ তৈরির কার্যক্রমসহ স্বচ্চ ব্যালচ বাক্স এবং ব্যালট পেপার ছাপানোসহ সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে গোটা শহরে সাজ সাজ রব তৈরি হয়েছে। ব্যানার পোষ্টার ফেষ্টুন আর গেটে সয়লব গোটা শহর। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পার্টির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ছবি সম্বলিত আগত জাতীয় এবং স্থানীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা-অভিন্দন জানানোসহ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে (কমিটি নির্বাচন) সম্ভাব্য ভোটার কাউন্সিলর ও ডেলিগেটদের দৃষ্টি আকর্ষনের জন্য এবং দোয়া চেয়ে সড়ক সমূহে শতাধিক দৃষ্টিনন্দন তোড়ন, ব্যানার ও প্লাকার্ডে শোভিত হয়েছে পটুয়াখালী শহর। এ ছাড়াও চলছে প্রার্থীদের পক্ষে মোটর সাইকেল শোডাউন, মিছিল। অপরদিকে সম্মেলন সফল করার জন্য জেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে চলছে মিছিল- পথসভা এবং প্রচার- প্রচারণা।
প্রসঙ্গত, ২০০২ সালে জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। কালকের সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক কমিটির ৩০ জনসহ ৮টি উপজেলার প্রায় ১৪০০ জন কাউন্সিলর উপস্থিত থাকার কথা বলেছেন কেন্দ্রিয় নেতা আকন কুদ্দুসুর রহমান।
