এস খান,পটুয়াখালী
ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক আসামি ও কথিত ডাকাত সরদার মোঃ কামাল হোসেন (৩৭) কে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প ও ভোলা অস্থায়ী র্যাব ক্যাম্পের যৌথ অভিযানিক দল।
শনিবার (০৪ অক্টোবর ২০২৫) ভোরে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ ও লেফটেন্যান্ট রিফাত এর নেতৃত্বে পরিচালিত অভিযানে কামাল হোসেনকে তার নিজ বাড়ি দক্ষিণ দিঘলদী থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ১৫ মার্চ ভোররাতে বাউফল থানার নিমদী এলাকায় তেতুলিয়া নদীতে ৭-৮ জন সশস্ত্র ডাকাত একটি তরমুজবাহী ট্রলারে হামলা চালায়। ডাকাতরা ট্রলারের মালিক ও শ্রমিকদের মারধর করে এবং প্রায় ১৫ লাখ টাকার ১০ হাজার পিস তরমুজ লুট করার চেষ্টা করে। এসময় ডাকাতরা বাদীর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় এক ডাকাতকে ঘটনাস্থলেই আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামি কামাল হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
