ঢাকাMonday , 30 June 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির ভোট যুদ্ধ

adminptk112233
June 30, 2025 4:13 pm
Link Copied!

বিশেষ প্রতিনিধি
জাতীয় নির্বাচনের আগেই পটুয়াখালী বিএনপিতে ভোট যুদ্ধ শুরু হয়েছে। যে অধিকার আদায়ের জন্য ষোল বছর লড়াই সংগ্রাম করেছে, সেই ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে দলীয় নেতাকর্মীরা। তবে কোন জনপ্রতিনিধি নয় দলের সভাপতি সেক্রেটারী নির্বাচিত করার জন্য। এতে আনন্দ উল্লাসে উচ্ছাসিত তারা। দীর্ঘ ২৩বছর পর জেলা বিএনপির সম্মেলন হবে আগামী ২রা জুলাই। সেই লক্ষে সভাপতি সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী গনসংযোগ করছেন।

গত ষোল বছরে বিএনপির জন্য পথটা কখনই মসৃন ছিলনা। পার্টি অফিসে যাওয়াতো দুরের কথা রাস্তায় জড়ো হওয়াই ছিল অত্যন্ত কঠিন।
এই অবস্থা থেকে ঘুরে দাড়িয়েছে জেলা বিএনপি। গত ছয়মাস আগে প্রথমবার সম্মেলনের তারিখ ঘোষনায় নড়ে চড়ে বসে সম্ভাব্য প্রার্থীরা।
মাঝপথে সম্মেলন স্থগিত হওয়ায় আবার কিছুটা পিছুটান দিলেও নতুন করে আগামী ২জুলাই তারিখ ঘোষনা হওয়ায় আনন্দ উল্লাসে মেতেছে নেতাকর্মীরা। গত ২৫জুন তারিখ ঘোষনা আসার সাথে সাথে আবার শুরু করেছেন ভোটারদের দ্বারে দ্বারে যেতে।

সভাপতি পদে বর্তমান আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব ¯েœহাংষু সরকার কুট্টি এবং সিনিয়র সদস্য মাকসুদ আহমেদ বায়েজিদ পান্নার নাম শোনা যাচ্ছে। নিজেদেরকে ত্যাগী পরিচ্ছন্ন কর্মী দাবী করে ভোটারদের উপর ছেড়ে দিচ্ছেন তারা।

সম্মেলনে শক্ত প্রতিদ্ব›িদ্বতা হবে সাধারণ সম্পাদক পদ নিয়ে। এ পদে পাচজনের নাম শোনা গেলেও গনসংযোগ আর লবিংয়ে এগিয়ে আছেন মজিবুর রহমান টোটন এবং মনিরুল ইসলাম লিটন। এছাড়াও আছেন দেলোয়ার হোসেন নান্নু, বশির আহম্মেদ এবং তৌফিক আলী খান। নিজেদেরকে ত্যাগী রাজপথের সৈনিক দাবী করে তারাও ভোটারদের উপর ছেড়ে দিয়েছেন দায়ভার।

এদিকে সম্মেলনের তারিখ ঘোষনায় উচ্ছাসিত দলের ভোটাররা। বিগত দিনের আন্দোলন সংগ্রামে যাদেরকে কাছে পেয়েছে তাদেরকেই ভোট দিতে চাচ্ছেন ভোটাররা।

২০০২ সালের এপ্রিল মাসে সবশেষ সম্মেলনে কেন্দ্রিয় সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী সভাপতি এবং ¯েœহাংষু সরকার কুট্টি সেক্রেটারী ছিলেন। এরপর ২০২০সালের নভেম্বর মাসে আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহবায়ক এবং ¯েœহাংষু সরকার কুট্টিকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি করা হয়। সম্মেলনে ৮উপজেলা, ৫ পৌরসভা এবং আহবায়ক কমিটির ১৪টি ইউনিয়নের প্রায় দেড় হাজার সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।