ঢাকাSunday , 19 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

রাস মেলা উপলক্ষে প্রস্তুতি সভা

adminptk112233
October 19, 2025 11:46 am
Link Copied!

কুয়াকাটা প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় আসন্ন ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব ও মেলা সফলভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাগরপাড়ে অবস্থিত কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটি ও কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সভাপতি এডভোকেট কাজল বরন দাস।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট সঞ্জয় খাসকেল, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটি; ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল, সাধারণ সম্পাদক, কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, প্রতি বছরই শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের আয়োজনে ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের রাস উৎসব ও রাসমেলা উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এ বছরও আগামী ৪ নভেম্বর থেকে রাসমেলা ও রাস উৎসব শুরু হবে।
সভায় রাস মেলা উপলক্ষে নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান, দর্শনার্থীদের সেবা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতি বছরই কুয়াকাটার নীল সমুদ্রজলে গঙ্গাস্নান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, সন্ন্যাসী, রাসভক্ত ও হাজারো দর্শনার্থীর আগমন ঘটে, যা কুয়াকাটার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।