ঢাকাWednesday , 5 November 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

নারায়ণগঞ্জে নৈশ প্রহরী হত্যা মামলার অভিযুক্ত গ্রেফতার

adminptk112233
November 5, 2025 8:52 am
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি

নারায়ণগঞ্জে নৈশ প্রহরী আবু হানিফকে নৃশংসভাবে ইট দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম এজাহারনামীয় আসামি অপু (২৫)–কে হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, পটুয়াখালী ক্যাম্প।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বলিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি অপু (২৫), পিতা হিরা, সাং—মহসিন ক্লাব গলি, থানা ও জেলা—নারায়ণগঞ্জকে গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে একটি বিশেষ দল।

র‌্যাব সূত্রে জানা গেছে, গত ২০ অক্টোবর নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন খানপুর এলাকায় ভিকটিম নৈশ প্রহরী আবু হানিফ (৩০), পিতা আবুল কালাম, মাতা পারুল বেগম, স্থায়ী ঠিকানা বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা গ্রামে, বর্তমানে নারায়ণগঞ্জের খানপুরের জিতু ভিলায় প্রহরীর দায়িত্বে ছিলেন। ওই দিন দুপুরে এজাহারনামীয় আসামি অপু ও তার সহযোগীরা আবু হানিফকে ডেকে নিয়ে প্রথমে সুন্দরবন মাঠে, পরে সেন্ট্রাল হাসপাতালের সামনে এবং সর্বশেষ খানপুর মেট্রো হলের পাশের একটি ফাঁকা জায়গায় নিয়ে ইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা গুরুতর অবস্থায় আবু হানিফকে খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলেও সেদিন রাতেই (২০ অক্টোবর) তিনি মারা যান। পরে নিহতের ভাই মো. হযরত আলী বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব-৮।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।