ঢাকাTuesday , 14 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

চর বিজয়ে উদ্ধার হলো আহত সি-গাল পাখিও

adminptk112233
October 14, 2025 3:41 pm
Link Copied!

আসাদুল্লাহ হাসান মুসা, পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটার চর বিজয়ে উপকূলীয় বন বিভাগ, পটুয়াখালী’র মহিপুর রেঞ্জের আয়োজনে ৪০ হাজার ঝাউ বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক জনাব ইয়াসিন সাদেক।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে ইয়াসিন সাদেক বলেন, “ইতিপূর্বে চর বিজয়ে রোপণকৃত ঝাউ, ধানশী, সুন্দরী ও কেওড়া গাছসহ বিস্তৃত ঘাস জন্মেছে। এভাবে বনায়ন কার্যক্রম ও পরিচর্যা অব্যাহত রাখা গেলে, চর বিজয়ে প্রাকৃতিক বন ও অতিথি পাখির অভয়াশ্রম গড়ে তোলা সম্ভব হবে।”

বন বিভাগের ‘সুফল প্রজেক্ট’-এর আওতায় আজকের কর্মসূচিতে মোট ৪০ হাজার ঝাউ গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দিনে প্রায় ৮ হাজার চারা রোপণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। বাকি চারা পর্যায়ক্রমে রোপণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোপণ কর্মসূচি চলাকালে চর বিজয়ে একটি আহত “সি-গাল” পাখি উদ্ধার করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক। পরে পাখিটিকে চিকিৎসা ও পরিচর্যার জন্য ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ নামের স্বেচ্ছাসেবী প্রাণিকল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের কলাপাড়া শাখার কাছে হস্তান্তর করা হয়।

অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সি বলেন, “সহকারী কমিশনার (ভূমি) স্যার আহত সি-গাল পাখিটি আমাদের কাছে হস্তান্তর করেছেন। আমরা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করেছি। আশা করছি পাখিটি দ্রুত সুস্থ হয়ে তার স্বাভাবিক পরিবেশে ফিরে যেতে পারবে।”

এ সময় বন বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশপ্রেমীরা উপস্থিত ছিলেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।