পটুয়াখালীর দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামিম (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ড চাঁদপুরা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শামিম ওই গ্রামের মোখলেস হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘরের দক্ষিণ পাশের পুকুরে মাছ ধরার জন্য বৈদ্যুতিক সংযোগে জগ মটর দিয়ে পানি সেচের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হন শামিম। গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এইচ এম আলভী তাকে মৃত ঘোষণা করেন।
দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
