ঢাকাTuesday , 14 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

নিজ পরিবারের ৭ জনকে কুপিয়ে আহত, নিহত ১

adminptk112233
October 14, 2025 2:39 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট

পটুয়াখালীর দশমিনায় ঘটেছে এক,, বিভীষিকাময় ঘটনা। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকালে চরহোসনাবাদ গ্রামের আবু মৃধার ছেলে সবুজ (২৫),যে বহুদিন ধরে মাদকে আসক্ত ছিল বলে এলাকাবাসীর দাবি,নিজ বাড়িতে পাগলের মতো ছুরি-কুপি নিয়ে তাণ্ডব চালায়।

পরিবারের সদস্যদের বাঁচার আহাজারি যেন মুহূর্তেই থেমে যায় তার উন্মত্ত আঘাতে। এ ঘটনায় মোট ৭ জন গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে ১ জন শিশু বরিশাল নেওয়ার পথে মারা যায়। আহতদের মধ্যে আরও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর সবুজ নিজেই পালিয়ে যায় না,বরং বাড়ির পাশে একটি গাছের মগডালে উঠে বসে থাকে, যেন নিজের পাপ থেকে মুক্তির পথ খুঁজছে! ঘণ্টাব্যাপী নাটকীয়তার পর ফায়ার সার্ভিস কর্মীরা তাকে গাছ থেকে নামিয়ে পুলিশের হাতে তুলে দেন।

এলাকাজুড়ে এখন একটাই প্রশ্ন মানুষ হতে পশু হলো কীভাবে?”ক্ষুব্ধ জনতা বলছেন, ওই মাদকাসক্ত দানব সবুজকে আর আদালত নয়, জনসম্মুখে ক্রসফায়ার দেওয়া হোক।”

স্থানীয়দের ভাষায়. যে নিজের পরিবারের রক্তে হাত রাঙায়, সে মানুষ না, মরণেরই যোগ্য!”

পুলিশ সূত্রে জানা গেছে, সবুজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে দশমিনা থানা পুলিশ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।