ঢাকাSunday , 31 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন

adminptk112233
August 31, 2025 10:53 am
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি

জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনরত শিক্ষার্থীরা।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে একাডেমিক ভবন-১ এ তালা ঝুলিয়ে দিয়ে শাটডাউন কার্যকর করে শিক্ষার্থীরা। এর আগে আন্দোলনকারীরা ২৮ আগস্ট এক বিবৃতির মাধ্যমে ৩০ আগস্টের মধ্যে জরুরি একাডেমিক কাউন্সিল গঠনের আলটিমেটাম দিয়েছিল। নির্ধারিত সময় শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ না নেয়ায় এ কর্মসূচি শুরু হয়।

ডিভিএম ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী অর্জুন দাস বলেন, “আমাদের পক্ষ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে একাডেমিক কাউন্সিল গঠনের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমরা বাধ্য হয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি।”

এএইচ ২০২০-২১ সেশনের আবু বকর সিদ্দিক বলেন, “প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশ ও একাডেমিক কাউন্সিল গঠন করতে ব্যর্থ হয়েছে। তাই আমরা এএনএসভিএম অনুষদে শাটডাউন ঘোষণা করেছি। যতদিন পর্যন্ত একাডেমিক কাউন্সিল গঠন না হবে, আমাদের কর্মসূচি চলমান থাকবে।”

তিনি আরও জানান, “অনুষদীয় লাইব্রেরি, অ্যাম্বুলেন্স সেবা, ভেটেরিনারি টিচিং হাসপাতালসহ জরুরি কার্যক্রম শাটডাউনের আওতার বাইরে থাকবে।”

উল্লেখ্য, এর আগে ১৩ আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীরা মশাল মিছিল করে একাডেমিক ভবন-২ এ তালা ঝুলিয়ে দেয়। পরদিন সকালে কন্ট্রোলার সেকশন ও প্রশাসনিক ভবনেও তালা দেয় তারা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।