ঢাকাFriday , 3 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

পবিপ্রবি শহীদ জিয়া গবেষণা পরিষদ গঠিত

adminptk112233
October 3, 2025 1:33 pm
Link Copied!

এস খান,পটুয়াখালী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের সাবেক ডিন প্রফেসর বদিউজ্জামানকে আহবায়ক ও এগ্রিকালচারাল এক্সটেনশন এন্ড রুরাল ডেভেলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন-কে সদস্য সচিব করে শহীদ জিয়া গবেষণা পরিষদ, পবিপ্রবি শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) এ কমিটি অনুমোদন দিয়েছে বলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গাউস মো: আজিম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে মনোনীত হয়েছেন স্ট্যাটিসটিক্স বিভাগের প্রফেসর মোঃ মেহেদী হাসান সিকদার, সয়েল সায়েন্স বিভাগের প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, প্লান্ট প্যাথলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. মুহাম্মদ ইকবাল হোসেন, সংস্হাপন শাখার সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে.এম.শাহাদাৎ হোসেন মিয়া।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এন্টোমলজি বিভাগের প্রফেসর ড.মোঃ হাবিবুর রহমান, এগ্রিকালচার অনুষদের ডিন প্রফেসর ড.মোঃ দেলোয়ার হোসেন, এগ্রিকালচারাল বোটানি বিভাগের চেয়ারম্যান প্রফেসর এম জহুরুল হক, স্ট্যাটিসটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইফতেখারুল আলম, এগ্রোফরেস্ট্রি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃ মাসুদুর রহমান, হর্টিকালচার বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মালেক, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খোকন হোসেন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মোঃ শহীদুল ইসলাম, ফিজিওলজি এন্ড ফার্মাকোলজি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন, প্রফেসর ড. মোঃ আহসানুর রেজা, সয়েল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী ছাত্রবিষয়ক উপদেষ্টা ড.সগিরুল ইসলাম মজুমদার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) ড. আমিনুল ইসলাম টিটো, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, হেলথ কেয়ার সেন্টারের চিফ মেডিকেল অফিসার(অ.দা.) ডাঃ মিজানুর রহমান মাহবুব, কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং অনুষদের ডেপুটি রেজিস্ট্রার সালমা আক্তার, ভাইস-চ্যান্সেলর কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ শাহজালাল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মোঃ জিয়াউদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক, সহকারী রেজিস্ট্রার মোঃ আতাউর রহমান(ভেটেরিনারী), মোসাম্মৎ ডলি বেগম, লোকমান হোসেন মিঠু, সুইন আহমেদ, সেকশন অফিসার মো: শফিকুল ইসলাম,ক্যাশ ফান্ড এন্ড পেনশন সেকশনের সেকশন অফিসার এস. এম. মেহেদী হাসান প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।