ঢাকাTuesday , 23 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

দুই চিকিৎসকের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

adminptk112233
September 23, 2025 11:27 am
Link Copied!

মির্জাগঞ্জ প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. সামসুল ইসলাম সোহেল ও চিকিৎসক (মেডিকেল অফিসার) মো. উমর ফারুক জাবিরের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে বরগুনা–বাকেরগঞ্জ সড়কের সুবিদখালী রহমান ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সর্বস্তরের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার অন্তত কয়েক শত মানুষ অংশ নেয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করেন বিক্ষোভকারীরা।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় স্বার্থান্বেষী একটি মহল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো: সামসুল ইসলাম সোহেল ও উমর ফারুক জাবিরের বিরুদ্ধে বিভ্রান্তিকর একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই কোন তদন্ত ছাড়াই দুই চিকিৎসককে অন্যত্র বদলির আদেশ দেয় উর্ধতন কর্তৃপক্ষ ।
বিক্ষোভকারীরা বলেন, হঠাৎ করে এভাবে দুজন গুণি চিকিৎসকের বদলি সাধারণ মানুষ মেনে নেবেনা। তাছাড়া এ আদেশ কার্যকর হলে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দারুণভাবে ব্যাহত হবে। তাই বদলির আদেশ প্রত্যাহারের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, স্থানীয় জনসাধারণের দাবির প্রেক্ষিতে সম্প্রতি বদলীর আদেশপ্রাপ্ত দুজন চিকিৎসকের বদলীর আদেশ প্রত্যাহারের জন্য উর্ধতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন, উপজেলা হাসপাতালের দুজন চিকিৎসক বদলীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় লোকজন এবং জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করেছেন। 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।