এস খান, পটুয়াখালী
র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্প ও সদর ব্যাটালিয়নের যৌথ অভিযানে বরিশাল কোতয়ালী মডেল থানা এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মো. নিয়াজ মোর্শেদ (২৬) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বরিশালের বেল্লাল টি এন্ড ফ্রেশি জুস দোকানের সামনে থেকে তাকে আটক করে র্যাব।
গ্রেফতারকৃত নিয়াজ মোর্শেদ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গত ২০ সেপ্টেম্বর সুবিদখালী বাজারের মেসার্স আল্লাহর দান ট্রেডার্স এর মালিক আবু বাশারের ছেলে আব্দুল্লাহ আল আবিদকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে নিয়াজসহ একাধিক আসামী। চাঁদা না দেওয়ায় ২৭ সেপ্টেম্বর বিকেলে আসামিরা আবিদের বাসায় গিয়ে তাকে ও তার বোনকে ভয়ভীতি দেখায় এবং এক লাখ টাকা জোরপূর্বক আদায় করে। এ সময় তারা বাড়ির ড্রয়ার ভেঙে প্রায় ৬০ হাজার টাকার স্বর্ণালংকারও নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা আনারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর নিয়াজ মোর্শেদকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
