ডেক্স রিপোর্ট
পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ শিকারবিরোধী অভিযানে মৎস্য বিভাগের টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
অভিযান চলাকালে কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে স্থানীয় কিছু জেলে লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে ট্রলারে হামলা চালায়। এতে ট্রলারের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান টিমকে উদ্ধার করে।
উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য পটুয়াখালীতে চলছে ২২ দিনের বিশেষ অভিযান।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
