ঢাকাWednesday , 5 November 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

মাদকের ছড়াছড়ি: হাত বাড়ালেই মিলছে মাদক!

adminptk112233
November 5, 2025 9:09 am
Link Copied!

দুমকি প্রতিনিধি

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় বিভিন্ন ইউনিয়নের গ্রমেও মাদকের রমরমা বাণিজ্য এখন ওপেন সিক্রেট। স্থানীয়দের অভিযোগ—”হাত বাড়ালেই মিলছে মাদক”। ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এখানে যেন সহজলভ্য পণ্যে পরিণত হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, স্কুল-কলেজ পড়ুয়া তরুণদের মধ্যেই মাদকাসক্তির হার সবচেয়ে বেশি। এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এবং রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থাকা মাদক ব্যবসায়ীরাই এর মূল চালিকাশক্তি বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কায় আছি। প্রতিদিন স্কুলে পাঠালেও মনে ভয় কাজ করে—না জানি কার পাল্লায় পড়ে যায়।”

এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের মাঝে মাঝে অভিযান চালালেও তা লোক দেখানো বলে মনে করছেন অনেকে।

একজন স্থানীয় সমাজকর্মী বলেন, “এভাবে চলতে থাকলে পুরো প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।

এলাকাবাসী দ্রুত এবং কার্যকর অভিযান চালিয়ে মাদক কারবারিদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি তরুণদের পুনর্বাসন ও সচেতনতামূলক কার্যক্রম চালানোর আহ্বান জানান তারা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।