ডেক্স রিপোর্ট
বিএসসি শিক্ষার্থীদের ৩ দফা দাবি ‘অযৌক্তিক দাবি’র বিরুদ্ধে এবং নিজেদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
আজ সকাল সারে ১১ টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা কুয়াকাটা মহাসড়কের চৌরাস্তা এসে শেষ করে।
পরে শিক্ষার্থীরা ঘন্টা ব্যাপী ঢাকা কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে শুরু করে। এ সময় রাস্তার দুপাশে সড়কে শতশত গাড়ির যানজট আটকা পড়ে ভোগান্তিতে শিকার হয় সাধারণ যাত্রীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, বিএসসি ডিগ্রীধারীদের উত্থাপিত দাবী সম্পূর্ণ অযৌক্তিক। দশম গ্রেড আমাদের জন্য নির্ধারিত, যা গেজেটভুক্ত, কেন তারা দশম গ্রেড দাবী করছে। কখনো তাদের এ দাবীবপূরণ হবে না। আমরা দরকার হয় আরও কঠোর আন্দোলন গড়ে তুলে রাজপথে রক্ত ও জীবন দিব,তবু আমদের দশম গ্রেড ছাড়বোনা। আমাদের সাত দফা দাবি মানতেই হবে।
