ঢাকাWednesday , 24 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

হত‌্যা  মামলায় সা‌বেক মেয়র ম‌হিউ‌দ্দিন ৪ দিন রিমান্ডে

adminptk112233
September 24, 2025 3:52 pm
Link Copied!

ডেক্স রিপোট

হত‌্যা মামলা‌য়ে গ্রেফতারকৃত পটুয়াখালী পৌরসভার সা‌বেক মেয়র ম‌হিউ‌দ্দিন আহ‌মেদ‌কে জিঙ্গাসাবা‌দের ৪‌দি‌নের রিমা‌ন্ডে নি‌য়ে‌ছে পু‌লিশ।‌

বুধবার বিকা‌লে ঢাকা চীপ মেট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট ৯নং আদাল‌তের বিজ্ঞ বিচারক মিনহাজুর রহমান রিমান্ড মঞ্জুর ক‌রেন ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন আসামী প‌ক্ষের আইনজী‌বি এ‌্যাড‌ভো‌কেট মোঃ স‌রোয়ার হো‌সেন।

তি‌নি জানান, সরকার পক্ষ তথা মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী ম‌হিউ‌দ্দিন‌কে অ‌ধিকতর জিঙ্গাসাবা‌দের জন‌্য সাত দি‌নের রিমান্ড আ‌বেদন ক‌রে‌ছি‌লেন। প‌রে আমরা সেখা‌নে আপ‌ত্তি জানা‌লে বিজ্ঞ বিচারক ৪‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেন। ঢাকার বাড্ডা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায়ে ম‌হিউ‌দ্দিন‌কে ৪‌দি‌নের রিমা‌ন্ডে নেয়া হয়।

এর আগে মঙ্গলবার রা‌তে ঢাকার ধানম‌ন্ডি এলাকা থে‌কে মহানগর পু‌লি‌শের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস‌্যরা ম‌হিউ‌দ্দিন‌কে গ্রেফতার ক‌রে। প‌রে রাত পৌ‌নে ১২টার দি‌কে মি‌ন্টো রো‌ডের ডি‌বি কার্যাল‌য়ে তা‌কে হস্তান্তর করা হয়। গ্রেফতা‌রের সময় ম‌হিউ‌দ্দিন ওই এলাকার জ‌নৈক ব‌্যা‌রিষ্টারের বাসা থে‌কে বের হচ্ছি‌লেন।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে পটুয়াখালী ডি‌বি ও‌সি মোঃ জ‌সিম উ‌দ্দিন জানান, তার বিরু‌দ্ধে একা‌ধিক মামলা র‌য়ে‌ছে।

পু‌লিশ সুত্র জানায়, গত বছর ২৯আগষ্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মোঃ সিরাজুল ইসলাম বেপারির খালাত ভাই মোঃ হাসিবুল হাসান লাবলু। পরে আদালতের নির্দেশে বাড্ডা থানার অফিসারস ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম অভিযোগটি এজাহার হিসাবে একই বছর ১লা সে‌প্টেম্বর রুজু করেন। বাড্ডা থানায় মামলা নং ১ তারিখ ১/৯/২০২৪ইং।

ওই মামলায়ে সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে প্রধান ক‌রে মোট ১২০জ‌নকে আসামী করা হয়। ওই মামলা‌য়ে মহিউদ্দিন আহম্মেদ ১৩নং আসামী।  এছাড়াও পটুয়াখালী জেলা আওয়ামীলী‌গের আরো কয়েকজনের নাম রয়েছে আসামীর তালিকায়।

এছাড়া সরকারী খাল দখল করার অভিযোগে ২০২২ সালের ৬ অক্টোবর তৎকালীন নদী রক্ষা কমিশনের উপস্থিতিতে মেয়র মহিউদ্দিন আহমেদ বেপারি বাড়ী এলাকার জুলফিকার আলী তালুকদারের ছেলে মাকসুদুর রহমানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকসুদুর রহমানকে মারধর করা হয়। এ ঘটনার কয়েকঘন্টা পর ঘটনাস্থল থেকে খানিক দূরে শ্মশানের মধ্য থেকে মাকসুদুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। ৯দিন পর ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাষ্টিষ্ট্রেট আদালতে মেয়র মহিউদ্দিন আহমেদকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাতিজা এনাহক হক তালুকদার। 

মামলাটি পটুয়াখালীর সিআইডিকে তদন্ত প্রতিবেদন দেয়ার আদেশ দেন বিজ্ঞ আদালত।

অপরদিকে গত ৫ আগষ্টের পর ঢাকার দুদক অফিস থেকে পটুয়াখালী দুদক অফিসে দূর্নীতির দুটি মামলার তদন্ত চলমান আছে সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে।

সম্প্রতি ঢাকার দুদক কার্যাল‌য়ের এক‌টি প্রতি‌নি‌ধিদল পটুয়াখালী‌তে ম‌হিউ‌দ্দি‌নের স্থাবর অস্খাবর সকল সম্প‌ত্তি স‌রেজ‌মিন তদন্ত ক‌রে গে‌ছেন। এছাড়া পটুয়াখালী এল‌জিই‌ডি অ‌ফি‌সে দুদ‌কের আরেক‌টি চি‌ঠির তদন্ত চলমান আ‌ছে।

পটুয়াখালী সদর থানার ও‌সি ইম‌তিয়াজ আহ‌মেদ জানান, গ্রেফতারকৃত ম‌হিউ‌দ্দি‌নের বিরু‌দ্ধে সদর থানায় একা‌ধিক মামলা র‌য়ে‌ছে, কাগজ না দে‌খে স‌ঠিক সংখ‌্যা বলা যা‌চ্ছেনা। ত‌বে বি এন‌পি অ‌ফিস ভাংচুর, বিএন‌পি অ‌ফি‌সের কেয়ার‌টেকার‌কে হত‌্যার উ‌দ্দে‌শ্যে মারধর ও টাকা ছিনতাইর ঘটনাসহ তিন‌টি মামলায় ম‌হিউ‌দ্দিন আসামী আ‌ছে, এ‌টি নি‌শ্চিত।

#

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।