এমএইচ জয়
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজপাড়া এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার পোদ্দারের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে আনুমানিক রাত ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে তিন সদস্যের একটি ডাকাত দল মুখে গামছা বেঁধে শ্যামল পোদ্দার বাড়িতে প্রবেশ করে। এ সময় ব্যবসায়ী শ্যামল কুমার পোদ্দারের গলায় রামদা ঠেকিয়ে জোরপূর্বক প্রায় ৮ লক্ষ টাকার তিনটি স্বর্ণের গলার চেইন লুট করে নিয়ে যায়। ঘটনার সময় ডাকাতরা ভয়ভীতি প্রদর্শন করায় পরিবারের কেউ তাদের প্রতিহত করতে পারেনি।
ভুক্তভোগী ব্যবসায়ী শ্যামল কুমার পোদ্দার বলেন, “ডাকাত দলের কাউকেই চিনতে পারিনি। সবাই মুখে গামছা বেঁধেছিল। তারা আমাকে জিম্মি করে স্বর্ণের চেইনগুলো নিয়ে গেছে। আমরা এখন আতঙ্কে আছি। এরকম ঘটনা যদি প্রতিনিয়ত ঘটে তবে হিন্দু সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে? আমি এর কঠোর বিচার চাই।”
তিনি আরও জানান, ডাকাতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, দিনের পর দিন চুরি ও ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে, দ্রুত এই দুর্ধর্ষ ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় এ ধরনের ঘটনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
