ঢাকাSunday , 19 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

adminptk112233
October 19, 2025 11:48 am
Link Copied!

গলাচিপা প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন উপজেলাবাসী। আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রায় ৫শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়। এসময় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম বন্ধের দাবি করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া গলাচিপা সরকারি কলেজের শিক্ষার্থী মো. রফিকুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অনিয়ম চলছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অসৌজন্যমূলক আচরণ, ওষুধ সংকট, নিম্নমানের খাবার সরবরাহ, অস্বাস্থ্যকর পরিবেশ ও অবকাঠামোগত বেহাল অবস্থা এখানে নিত্যদিনের চিত্র। এছাড়া বিদ্যুৎ সমস্যা, রোগীদের অপ্রয়োজনীয় পরীক্ষা ধরিয়ে অর্থ আদায় করা হয় যা জনসাধারণের ভোগান্তি বাড়িয়েছে। এসব অনিয়মের কারণে ডা. মেজবাহ উদ্দিন একাধিকবার বদলি আদেশ পেলেও বহাল তবিয়তে রয়েছেন। এছাড়া হাসপাতালের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।

বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পলি আক্তার বলেন, এ হাসপাতালের বর্তমান ইউএইচএফপিও ডা. মেজবাহ উদ্দিনের দায়িত্বে আসার পর থেকেই হাসপাতালের শৃঙ্খলা ভেঙে পড়েছে। তিনি সাধারণ মানুষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংস্কারের বিষয়ে উদাসীন।

বিক্ষোভকারীরা হুশিয়ারী দিয়ে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ডা. মেজবাহ উদ্দিনের অপসারণ করে বিভাগীয় তদন্ত দাবি করেন। না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন বলেন, হাসপাতালের জনবল সংকট ও কিছু সংস্কার বিষয় আমরা ইতোমধ্যে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। স্থানীয়ভাবে যা করা সম্ভব, তা দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। অপসারণের দাবির বিষয়ে তিনি বলেন, এ আন্দোলন উদ্দেশ্যপ্রণদীত এবং কোন একটি মহল এ দাবি তুলেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।