গলাচিপা প্রতিনিধি
মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ে সরকারি সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত
গত ২৪শে সেপ্টেম্বর,রোজ বুধবার,পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “পিয়ার লার্নিং কর্মশালা ২০২৫”। কর্মশালায় উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধিরা অংশ নেন।
দিনব্যাপী এ কর্মশালার মূল লক্ষ্য ছিল অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সরকারি সেবার মানোন্নয়ন, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ শনাক্তকরণ এবং উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার উদ্যোগ গ্রহণ।
বিশেষ অতিথি ও অংশগ্রহণকারীরা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আরজু আক্তার ও উপজেলা কৃষি দপ্তরের উপসহকারী কর্মকর্তাগণ প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাগণ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিরা আলোচনার মূল বিষয়
কর্মশালায় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। তারা সফলতা, চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা তুলে ধরে সমাধানমুখী আলোচনায় অংশ নেন। কৃষি, প্রাণিসম্পদ, স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর কৌশল গ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
কৃষি কর্মকর্তা আরজু আক্তার মাঠপর্যায়ে কৃষকদের সেবা প্রদানের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। প্রাণিসম্পদ কর্মকর্তা সজল দাস পশুপালন খাতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ এবং রোগ প্রতিরোধে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করেন। অংশগ্রহণকারী জনপ্রতিনিধিরা জনগণের প্রত্যাশা ও চাহিদার সাথে সেবাদান প্রক্রিয়াকে আরও সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব রাখেন। সম্মাননা প্রদান কর্মশালার সমাপনী পর্বে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান প্রতিটি বিভাগ ও দপ্তরের প্রতিনিধিদের হাতে “চ্যাম্পিয়ন্স ক্রেস্ট” তুলে দেন।
তিনি বলেন—“পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে। মাঠ পর্যায়ের কর্মীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করলে একে অপরের কাছ থেকে শেখার সুযোগ তৈরি হয়, যা উন্নয়নের ধারাকে আরও বেগবান করবে।” কর্মশালার সার্বিক গুরুত্ব অংশগ্রহণকারীরা মত দেন, নিয়মিত এ ধরনের কর্মশালা আয়োজনের মাধ্যমে সরকারি সেবা আরও মানসম্মত, কার্যকর ও জনগণবান্ধব হবে।
এছাড়া উপজেলা পর্যায়ের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পিয়ার লার্নিং কর্মশালা এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
