ডেক্স রিপোর্ট
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য মো. আবু সাইদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের প্রশাসকের সাথে অসদাচরণের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১ টার দিকে। অভিযোগকারী ২নং গোলখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাসুদ জানান, ২৩ দিন নিষেধাজ্ঞার কারনে বেকার হয়ে পরা জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল ১৫ অক্টোবর থেকে বিতরণের কথা থাকলেও ওই ইউপি’র ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সাঈদ চাল বিতরণ গাফেলতি করেন। যথাসময়ে চাল বিতরণ না করায় ইউনিয়ন পরিষদের প্রশাসক তাকে বুধবার কারন দর্শানোর নোটিশ দেয়। এতে মেম্বার আবু সাঈদ ক্ষুব্ধ হয়ে মোবাইলে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন। ওই সময় ইউনিয়ন পরিষদ প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বসা ছিলেন।
ওই সময় তিনি সরকারি কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের গ্রাম পুলিশ সিরাজুল ইসলামের মোবাইল ফোন (০১৭৮৭২৪৩৫৭৯) ব্যবহার করে ইউপি সদস্য আবু সাইদ তাকে ফোন করেন এবং কথোপকথনের একপর্যায়ে উত্তেজিত হয়ে অসদাচরণ করেন।
প্রশাসক আরও জানান, এর আগেও গত ৪ অক্টোবর মোবাইল নম্বর ০১৭১৯৭৩৩৮৯৩ থেকে কল করে একই ইউপি সদস্য তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন।
ঘটনার পর প্রশাসক সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী ইউপি সদস্যের শিষ্টাচারবহির্ভূত আচরণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেছেন।
এ ব্যাপারে গ্রাম পুলিশ সিরাজুল ইসলাম জানান, আমার মোবাইল দিয়ে সাইদ মেম্বার ইউনিয়ন পরিষদ প্রশাসককে মারার হুমকি দেন। প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকি দেন।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ বষয়ে ইউনিয়ন পরিষদ প্রশাসকের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ইউপি সদস্য’র বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে আবু সাঈদ মেম্বারের সাথে যোগাযোগের জন্য মোবাইলে একাধিকবার কল দিলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
