ঢাকাMonday , 15 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

জামায়াতে ইসলামীর নির্বাচনী গণ সমাবেশ

adminptk112233
September 15, 2025 3:18 pm
Link Copied!

রাঙ্গাবালী প্রতিনিধি,
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১৩ পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত-প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুমের নির্বাচনী গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৪টা ৩০ এর সময বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাঙ্গাবালী উপজেলা শাখার আয়োজনে ছোটবাইশদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির হোসেনের সভাপতিত্বে. প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শহীদুল ইসলাম আল কায়সার। এছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল কাইয়ুম, নির্বাচনী আসন পরিচালক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কলাপাড়া নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল খালেক ফারুক উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে জামায়াত সবসময় অঙ্গীকারবদ্ধ। তাই গণমানুষের সমর্থন নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।” উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিয়ন থেকে স্থানীয় নেতা- কর্মী ও সমর্থকরা এ সমাবেশে যোগ দেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।