রাঙ্গাবালী প্রতিরিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ ও দক্ষ পরিকল্পনা বাস্তবায়নে বিশ্লেষণের জন্য সরকারি এবং এনজিও কর্মীদের নিয়ে সমন্বিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে ব্র্যাক-জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য কর্মসূচি দিরাই উপজেলার সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের সৃষ্ট কল-কারখানার কারণে পরিবেশের উপর প্রচুর প্রভাব পড়ছে। এবং পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষিত হওয়ার কারণে রোগ সৃষ্টি হচ্ছে। যে কারণে পরিবেশ দূষণ হয় সে কারণগুলি পরিহার করতে হবে। সরকার চিকিৎসা ব্যবস্থার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে তা সবার কাছে জানিয়ে দিতে হবে। যাতে সবাই যেন চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে।
এতে সরকারি এবং এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন।
