নিজস্ব প্রতিবেদক ॥
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় টাকার বিনিময়ে শ্রমিক দলের কমিটি গঠনের অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক বদরুজ্জামান জুয়েল হাওলাদারের বিরুদ্ধে।
বুধবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জুয়েল হাওলাদার নামে এক ব্যক্তি অভিযোগ করেন, টাকা নিয়ে কমিটি দেওয়া হয়েছে। অভিযোগটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এর আগে জুয়েল হাওলাদারের বিরুদ্ধে টাকা লেনদেনের অভিযোগ উঠেছিল বলে জানা গেছে।
প্রসঙ্গত, গতকাল (২৮ অক্টোবর) রাঙ্গাবালী উপজেলার একটি ইউনিয়নের ৪১ সদস্য বিশিষ্ট শ্রমিক দল কমিটি প্রকাশিত হয়। কমিটি ঘোষণার পরপরই এ নিয়ে বিতর্ক ও অভিযোগের ঝড় ওঠে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
