ডেক্স রিপোর্ট
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার দুর্গম চালিতাবুনিয়া ইউনিয়নে ১৭ বছর পর বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় ইউনিয়ন বিএন পির আয়োজনে এ জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের সম্ভাব্য প্রার্থী এ.বি.এম মোশাররফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন চালিতাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোশাররফ হোসেন বলেন, “বাংলাদেশে মানুষ পিআর বুঝে না, পিআর পদ্ধতিতে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, কিন্তু দেশের মানুষ এসব অপপ্রচারে কান দেবে না।”
তিনি আরও বলেন, “যদি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাআল্লাহ মানুষ বিএনপিকে ভোট দেবে। আমরা দায়িত্বশীল দল হিসেবে সবসময় মানুষের পাশে আছি—ক্ষমতায় না থেকেও তাদের সমস্যার সমাধান করেছি।”
তিনি অভিযোগ করে বলেন, “তোফায়েল আহম্মেদ বলেছিলেন, আওয়ামী লীগ ক্ষমতা হারালে বিএনপি ৫ লাখ লোক মেরে ফেলবে, কিন্তু একজনও মারা যায়নি। বরং আমরা মানুষের নিরাপত্তা দিয়েছি, যাতে দেশে বিশৃঙ্খলা না হয়।”
জনসভায় কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আ. রহমান ফরাজি, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদারসহ উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
