ডেক্স রিপোর্ট
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবাংলা এলাকার বিত্তহীন কৃষক সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি মোঃ সেরাজ খান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, চরবিশ্বাস ইউনিয়নের বিএনপি নেতাদের প্রভাবে ভূমিদস্যুরা তাদের বৈধ ডিসিআর পাওয়া সরকারি খাস জমিতে চাষাবাদে বাধা দিচ্ছে।
তিনি বলেন, “আমরা দীর্ঘ ৩০-৩৫ বছর ধরে সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে চর বাংলার খাস জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু সম্প্রতি চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাকের বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মীরা আমাদের জমি দখলের পাঁয়তারা শুরু করেছে। তারা মারধর, প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখাচ্ছে।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, গলাচিপা সহকারী কমিশনার (ভূমি) ভূমিহীন কৃষকদের নামে নীতিমালা অনুযায়ী ডিসিআর ইস্যু করেছেন। এরপরও ১৫ জন বিএনপি নেতাকর্মী জমিতে চাষাবাদে বাধা দেয়। এ বিষয়ে অভিযোগ করলে গলাচিপা থানা তদন্ত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করে এবং ১৫ জন বিবাদীকে মুচলেকা দিয়ে জামিন নিতে হয়।
ভূমিহীন কৃষকরা অভিযোগ করেন, অভিযুক্তরা বিএনপির লাঠিয়াল বাহিনী হিসেবে এলাকায় পরিচিত এবং তারা বর্তমানে কৃষকদের এলাকা ছাড়া করার চেষ্টা করছে। কৃষকদের বসতভিটা ও জমি রক্ষায় তারা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মজিবর হাওলাদারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
