রাঙ্গাবালী প্রতিনিধি
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা (তহসিলদার) কাজী মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী কৃষক ও এলাকাবাসী। রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বাহেরচর বাজার সংলগ্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তহসিলদার কাজী মো. জাহিদুল ইসলাম ভূমি সংক্রান্ত প্রায় সব কাজেই ঘুষ দাবি করেন। নিজস্ব দালাল চক্রের মাধ্যমে অনলাইন ভূমি উন্নয়ন কর, হোল্ডিং অনুমোদন, মিউটেশন, সরকারি খাল–পুকুর খাস আদায়সহ বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে হতদরিদ্র কৃষকদের কাছ থেকে ফী’র অতিরিক্ত মোটা অঙ্কের টাকা ঘুষ হিসেবে নেন। টাকা না দিলে হয়রানি করা হয়, দালালদের মাধ্যমে হুমকি-ধমকি দেওয়া হয়, ফাইল আটকে রাখা হয় বা আবেদন খারিজ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা। অভিযোগ রয়েছে খাস জমি বন্দোবস্ত দেয়ার নামেও নিয়েছেন অনেকের কাছ থেকে টাকা।
বাহেরচরের বাসিন্দা ইব্রাহিম মুন্সি বলেন, একটি ঘাট খাস আদায়ের নামে দুই পক্ষকে দিয়ে ঝামেলা তৈরি করছে স্থানীয় লোকজনের মধ্যে। এখন দুই পক্ষই ঐ ঘাটের দখল নেয়ার জন্য মারামারি করে।
মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ তহসিলদারের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এতে স্থানীয় কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগ, রাঙ্গাবালী সদর ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে চলছে দুর্নীতির একচ্ছত্র দৌরাত্ম্য। ঘুষ ছাড়া কোনো কাজ হয় না বলেই অভিযোগ স্থানীয়দের। তহসিলদার জাহিদুল ইসলাম নিজের নিয়ন্ত্রিত দালাল চক্রের মাধ্যমে টাকা আদায় করেন বলে দাবি করেন তারা। দিনের বেলায় অফিসে তাকে সচরাচর না পাওয়া গেলেও রাতে দালালদের উপস্থিতিতে অফিসে লেনদেনের কার্যক্রম চলে বলে অভিযোগ রয়েছে।
