এএইচ রাজু
বঙ্গোপসাগরে এক জেলের জালে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে এক মৎস্য ব্যবসায়ীর কাছে মাছটি ৩৬ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
জেলে জানান, প্রতিদিনের মতো সকালে সাগরে ঝাল নিয়ে যাই ঝাল ফেলে
অপেক্ষার পর হঠাৎ টান দিলে তিনি বুঝতে পারেন বড় কোনো মাছ আটকা পড়েছে। তাৎক্ষণিক উঠিয়ে দেখতে ২৪ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্য বাজার গাজী ফিসে নিয়ে গেলে গাজী মৎস্য ব্যবসায়ী বশির গাজী ১৫০০
টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় ক্রয় করেন।
মৎস্য ব্যবসায়ী মো.বশির গাজী জানান, তিনি এক হাজার ছয়শত টাকা কেজি দরে ২৪ কেজি ওজনের কোরাল মাছটি ক্রয় করে রাখেন। মাছটি দুপুরেই ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকায় মাছটি দেড় ১৭০০ টাকা কেজি দরে বিক্রির আশা তার।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
