কেজেআই সোহান
বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক সংবিধান কখনো পায়নি। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে বিত্তবানদের যে সংবিধান আছে সেই সংবিধানের প্রতি মানুষ অনাস্থা প্রকাশ করে তাদের অভিব্যক্তি দেখিয়েছে। এজন্য বিকল্প প্রস্তাবনা হিসেবে আমরা একই সাথে গণপরিষদ এবং সংসদ নির্বাচনের কথা বলেছি। যদি গণপরিষদ ও সংসদ নির্বাচনের প্রসঙ্গ আসে তবে রাজনৈতিক দল হিসাবে এনসিপি ৩শত আসনেই প্রার্থী দেয়ার দেওয়ার প্রস্তুতি আছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির)কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব ও পটুয়াখালী জেলার প্রধান সমন্বয়ক সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা দুমকী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ কথাগুলো বলেন।
বুধবার সন্ধ্যায় দুমকির হাঙ্গার হ্যাসেল রেস্টুরেন্টে প্রেসক্লাব সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় এনসিপির কেন্দ্রীয় এবং জেলা কমিটি নেতৃবৃন্দ ও দুমকি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
