ঢাকাWednesday , 20 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

পবিপ্রবি নির্মাণাধীন হল থেকে রড চুরির অভিযোগে দুজনকে আটক

adminptk112233
August 20, 2025 4:40 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট

​বুধবার ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের নির্মাণাধীন ছাত্রী হল থেকে আতাউল্লাহ (১৭) নামের এক তরুণকে এক ব্যাগ কাটা রডসহ আটক করেন নিরাপত্তাকর্মীরা। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে রাহাত মুন্সী (২১) নামের আরেকজনের জড়িত থাকার তথ্য পাওয়া যায়, এরপর তাকেও আটক করা হয়। আটক হওয়া এই দুজনই দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বাসিন্দা।
​জানা গেছে, গত রাত ১২টার দিকে সিসিটিভি ফুটেজে তাদের গতিবিধি দেখা যায়। এরপর ভোর ৬টার দিকে আতাউল্লাহ রড নিয়ে হল থেকে বের হওয়ার সময় ধরা পড়েন।
​কর্তৃপক্ষের পদক্ষেপ
​বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া জানান, আনসার কমান্ডারের মাধ্যমে খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান এবং আতাউল্লাহকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর রাহাত মুন্সীর সংশ্লিষ্টতা নিশ্চিত হলে তাকেও আটক করা হয়।
​বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান জানিয়েছেন, আটক হওয়া দুজনের পরিবারকে ডেকে আনা হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের কাজ না করার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন যে, ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হলে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।