এএইচ রাজু
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। শনিবার সকাল দশটায় সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে সকালের জোয়ারে লাশটি গভীর সমুদ্র থেকে ভেসে আসে বলে জানায় স্থানীয়রা। তাদের ধারনা, লাশটি ট্রলার ডুবিতে নিখোজ জেলেদের মধ্যে একজনের হতে পারে।
কয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল বলেন, লাশের শরীরে একটি বড় লাল চাঁদর জড়ানো ছিলো। তবে শরীরের চামড়া উঠে যাওয়ায় এবং অর্ধগলিত হওয়ার কারনে পরিচয় শনাক্ত করা যাচ্ছেনা। লাশটি ময়না তদন্তে প্রেরনের প্রক্রিয়া চলছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
