পবিপ্রবি প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের (ইএসডিএম) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
“একসাথে লড়বো, দুর্যোগ মোকাবেলা এবং পরিবার রক্ষা করে বাংলাদেশ গড়বো” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে অনুষদ প্রাঙ্গণে কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষদের ডিন অধ্যাপক ড. মহসীন হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ পারভেজ, ইমারজেন্সি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুজ্জোহা, ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. ফয়সাল, জিও ইনফরমেশন সায়েন্স অ্যান্ড আর্থ অবজারভেশন বিভাগের চেয়ারম্যান মওয়া সিদ্দিকাসহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও ক্যাম্পাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ড. তরিকুল ইসলাম সজিব বলেন, “শিক্ষার্থীরা জ্ঞান ও গবেষণায় অনুষদকে দেশ-বিদেশে তুলে ধরবে”।
মওয়া সিদ্দিকা বলেন, “বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় অনুষদটি গবেষণা ও মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে”।
প্রধান অতিথি অধ্যাপক ড. মহসীন হোসেন খান বলেন, “দক্ষিণাঞ্চলের দুর্যোগ ও পরিবেশ সংকটে অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে”।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে অনুষদটি দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
