এএইচ রাজু
কুয়াকাটায় সৈকত সুরক্ষা ও উন্নয়ন বিষয়ক কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৫টায় কুয়াকাটা পর্যটন হলিডে হোমস অ্যান্ড ইয়ুথ ইন কনফারেন্স হলে এ সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার। পটুয়াখালীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জুয়েল রানা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন সাদেক, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান।
এছাড়া কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফসহ উপজেলা এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ বিভাগের কুয়াকাটা জোনের ডিজিএম মো. সিফাত উল্লাহ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতকে ঘিরে পরিকল্পনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সামনে পর্যটন মৌসুমকে কেন্দ্র করে পর্যটক বৃদ্ধির কৌশল ও নিরাপত্তা জোরদারের বিষয়ও গুরুত্ব পায়।
