পটুয়াখালী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মো. কামাল হোসেন, সভাপতি পটুয়াখালী পৌর বিএনপি; মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন (রুমা), সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা মহিলা দল; সাদিয়া মাহমুদ রিনা, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য পটুয়াখালী জেলা বিএনপি; সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার মৃধা, আহ্বায়ক বাউফল উপজেলা বিএনপি; সাবেক ছাত্রনেতা আপেল মাহমুদ ফিরোজ, সদস্য সচিব বাউফল উপজেলা বিএনপি; মো. মিলন হাওলাদার, সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ; মো. বশির আহমেদ পঞ্চায়েত, সাবেক সদস্য সচিব বাউফল উপজেলা যুবদল; মো. খলিলুর রহমান, সাবেক আহ্বায়ক বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দল; প্রভাষক নাঈম শিকদার তারেক, সাবেক সদস্য সচিব বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দল; মোশাররফ হোসেন লিটন, সভাপতি বাউফল উপজেলা মৎস্যজীবী দল; মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাউফল উপজেলা মৎস্যজীবী দল; এবিএস টিপু, সদস্য পটুয়াখালী জেলা কৃষকদল; মো. জামাল মুন্সী, আহ্বায়ক বাউফল উপজেলা তাঁতীদল; মূনিমুল ইসলাম মিরাজ, সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক বাউফল উপজেলা ছাত্রদল; মো. শফিকুর রহমান, সদস্য সচিব বাউফল পৌর কৃষকদলসহ স্থানীয় ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনগণের ভোটাধিকার হরণের বিরুদ্ধে দেশের নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম পঞ্চায়েত, সিনিয়র সহসভাপতি আজাহার উদ্দিন খান, সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, সিনিয়র যুগ্ম সম্পাদক মতিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সালাম হাং, ছাত্রদল নেতা মিজানুর রহমান, রাজু খান, একলাচ খানসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
