ঢাকাWednesday , 5 November 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

বিএনপি নেতার বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

adminptk112233
November 5, 2025 9:00 am
Link Copied!

মো. ফোরকান, বাউফল

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভূমিহীন কৃষকদের এক বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন করা হয়েছে।

আজ রবিবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় নাজিরপুর ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি রেজাউল করিম বলেন, নাজিরপুর ইউনিয়নের ভূমিহীনদের প্রতি জুলুম করছেন কেশবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বাউফল উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার। আমাদের জমি খেতে দিচ্ছেনা তসলিম তালুকদারের লোকজন। আমরা আমাদের জমি বুঝে নিতে চাই।

বক্তারা আরও বলেন, সরকার থেকে পাওয়া সম্পত্তি থেকে ভূমিহীনদের সরিয়ে দেওয়ার জন্য চুক্তি করছেন তসলিম তালুকদার। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন ভূমিদস্যুরা। আমরা আমাদের জমিতে ভেকু নিয়ে কাজ করতে গেলে গায়ের জোরে তারা আমাদের ভেকুতে হামলা করে অন্যত্র নিয়ে যায়। পরে প্রশাসনের সহায়তায় আমরা ভেকু উদ্ধার করেছি। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

মানববন্ধনে অংশ নেন সমিতির সহসভাপতি সেকান্দার আলী, সদস্য সাখাওয়াত
রিন্টু কাজী, মো. সেলিম, ফিরোজ খান, হানিফ মৃধা, মুজাম্মেল, মাসুদ রানাসহ শতাধিক ভূমিহীন কৃষক কৃষাণি।

এ বিষয়ে বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, সরকার কেশবপুর ইউনিয়নের চরে প্রকৃত ভূমিহীনদের জমি লিজ দিয়েছেন। সেখানে নাজিরপুর এলাকার কিছু লোক সংঘবদ্ধ হয়ে ভূমিহীনদের উচ্ছেদ করে ওই চর দখলের পাঁয়তারা করছে। তাদের ধারণা-আমার কারণে তারা চর দখল করতে পারছে না। আসলে এ বিষয়ে আমি কিছুই জানি না। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য মানববন্ধন করেছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।