এম ফোরকান
পটুয়াখালীর বাউফলে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ টার দিকে বাউফল পাবলিক মাঠ মুক্ত মঞ্চে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির।
এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা জাতীয়তাবাদী বিএনপি উপজেলা সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এটিএম মিজানুর রহমান খোকন, সাবেক উপজেলা স্বেচ্ছাসবক দলের আহবায়ক মো. খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসবক দলের যুগ্ন আহবায়ক মো. বাদল হাওলাদার, সদস্য সচিব প্রভাষক মো. নাইম শিকদার তারেক, সভাপতি পদপ্রার্থী মো. শাহিন রেজা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াজ পঞ্চায়েত ও মো. তৌসিফুর রহমান রাফা প্রমুখ।
