এম ফোরকান
পটুয়াখালীর বাউফলে বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংকার মো. মাছুম বিল্লাহ এর ব্যাক্তি উদ্যোগে ১০ হাজার তালের বীজ রোপন করা হয়েছে।
শুক্রবার সকাল দশটায় উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া এলাকায় এ তালের বীজ রোপন করা হয়।
দোয়া মিলাদের মাধ্যমে এই বীজ রোপন অনুষ্ঠিত হয় এবং দোয়ায় মাসুম বিল্লাহ সহ বীজ রোপন অনুষ্ঠানে আয়োজিত সকলের জন্য দোয়া করা হয়।
পূর্ব কালাইয়া ৭ নং ওয়ার্ডের বেইলি ব্রীজ থেকে তেতুলিয়া নদীর পাড় ফেরিঘাট নামক স্থানে তিন কিলোমিটার এলাকা জুড়ে এই তালের বীজ রোপন করা হয়।
এবিষয়ে মাসুম বিল্লাহ বলেন, বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের এই ব্যতিক্রমী আয়োজন। গত দুবছর আগে আমরা ১২হাজার তাদের বীজ রোপন করেছি বর্তমানে ১০হাজার বীজ রোপনের কার্যক্রম চলছে। ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বাউফলের প্রত্যন্ত অঞ্চলে তালের বীজ রোপন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা মো. আবুল কালাম, বিএনপি নেতা গাজী গিয়াস উদ্দিন, সাজাহান মাতুব্বর, ইউপি সদস্য মো. জালাল মোল্লা, মো. মাহাবুব স্যার, মো. মুসা, মো. মহিবুল্লা প্রমূখ।
ব্যতিক্রমী এই আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মো. সোহেল মোল্লা, মো. মিজান মাস্টার ও মো. নীরব।
