ঢাকাSaturday , 23 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

বাউফলে নিখোঁজের ২দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার

adminptk112233
August 23, 2025 12:50 pm
Link Copied!

এম ফোরকান

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ২দিন পর উর্মী আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার নারায়নপাশা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উর্মী আক্তার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামের নজরুল ইসলাম বয়াতীর মেয়ে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় উর্মী। এরপর আর ফিরে আসেনি। পরিবার লোকজন অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।

শনিবার ভোরে উর্মীর মামা সবুজ মিয়া নারায়নপাশা নদীর পাশের স্লুইসগেট এলাকায় মাছ ধরার জন্য জাল তুলতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ দুপুরের দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করে।

মরদেহটি উর্মীর বলে শনাক্ত করেন স্বজনরা।

নিহতের বাবা বলেন, ২দিন ধরে অনেক যায়গায় খোঁজাখুঁজি করেছি, কোনো খোঁজ পাইনি। আজ মেয়ের মরদেহ পেলাম।

নিহতের মা বলেন, আমার ৩মেয়ে, ২জনকে বিয়ে দিয়েছি। উর্মী ছোট মেয়ে, ওইদিন রাতে আমার সাথেই ঘুমাচ্ছিলো। রাত ১টার দিকে ঘুম ভাঙ্গার পর ওকে আর দেখতে পাইনি।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, মেয়েটি নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন থানায় কোনোনিহতের বাবা বলেন, ২দিন ধরে অনেক যায়গায় খোঁজাখুঁজি করেছি, কোনো খোঁজ পাইনি। আজ মেয়ের মরদেহ পেলাম। অভিযোগ করেনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।