ঢাকাSunday , 7 September 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

দুমকিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

adminptk112233
September 7, 2025 2:43 pm
Link Copied!

দুমকী প্রতিনিধি
​পটুয়াখালীর দুমকিতে প্রবাসী স্বামীর সঙ্গে কলহের জেরে আফসানা ইসরাত বিথী (২৩) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী গ্রামে তার বাবার বাড়িতে নিজ কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
​নিহত বিথী ওই এলাকার মৃত মাস্টার আমির হাওলাদারের মেয়ে। তার স্বামী সৈয়দ নাজমুল জাকির নাহিদ সৌদি আরবে থাকেন। তাদের আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
​স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যরা বিথীকে ঘরের ভেতর ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে দুমকি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠায়।
​বিথীর স্বামী নাহিদ মোবাইল ফোনে জানান, তার স্ত্রীর কাছে কিছু পাওনা টাকা ছিল যা ফেরত আনতে বলায় বিথী ব্যর্থ হন। ধারণা করা হচ্ছে, এই কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিথীর মা ইয়াসমিন বেগম জানান, রাতে তিনি তার মেয়েকে ফোনে ঝগড়া করতে দেখেন।
​দুমকি থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।