এম ফোরকান, বাউফল
পটুয়াখালীর বাউফলে মো. রাকিবুর রহমান (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বগা ইউনিয়নের দক্ষিণ রাজনগর গ্রামে এঘটনা ঘটে।
নিহত রাকিবুর ওই গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
রাকিবুরের বোন রাফিজা বেগম জানান, প্রায় ৮ মাস আগে তার বিয়ে হয়। স্ত্রী বরিশালের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। অন্যদিকে রাকিবুল ঢাকায় বসুন্ধরায় চাকরি করতেন। তবে বর্তমানে বেকার হয়ে পড়ায় দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। মূলত বেকারত্ব ও দাম্পত্য দ্বন্দ্ব থেকেই তিনি নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেন বলে পরিবারের দাবি।
স্থানীয়রা রাকিবুরকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ শহীদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
কোন পক্ষের অভিযোগ না থাকায় মৃত রাকিবুরের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
