ঢাকাFriday , 3 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

মুরাদিয়ায় নিখোঁজ ঈমনের সন্ধান চায় পরিবার

adminptk112233
October 3, 2025 1:25 pm
Link Copied!

ডেক্স রিপোর্ট

পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ঈমন তালুকদার (পিতা: মনসুর তালুকদার) নামের এক যুবক নিখোঁজ রয়েছেন। তাঁর বয়স ২২ বছর।

গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ইংরেজি, শনিবার সকালে তিনি বাড়ি থেকে মুরাদিয়া কলবাড়ি বাজারের উদ্দেশ্যে বের হন। কিন্তু এরপর থেকে আর তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েছেন, তবে এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ হওয়ার সময় তাঁর পরনে ছিল ট্রাউজার ও টি-শার্ট। তিনি কিছুটা বাকপ্রতিবন্ধী স্বভাবের, ফলে স্পষ্টভাবে কথা বলতে পারেন না।

কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেলে অনুগ্রহ করে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। 
📞 ০১৭৪৮১১০০৩১
📞 ০১৭৬৬১৪৫৭৬৫

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।