এম ফোরকান, বাউফল
পটুয়াখালীর বাউফলে সাবেক এক পুলিশ সদস্যকে লাঞ্চিত করে থানা থেকে বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসি আখতারুজ্জামান সরকারের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাবেক পুলিশ সদস্য হলেন, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দেওপাশা গ্রামের মো. আব্দুল মালেক আকন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে পটুয়াখালী রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে আবেগঘন কণ্ঠে অঝোরে কেঁদে অভিযোগ করেন আব্দুল মালেক আকন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৈধভাবে ক্রয়কৃত জমি ও ওয়াকফকৃত মসজিদের জায়গা দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে তিনি সম্প্রতি বাউফল থানায় গিয়েছিলেন। তবে অভিযোগ নেওয়ার পরিবর্তে থানার ওসির অপমান ও লাঞ্ছনার শিকার হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে তাকে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন সিকদার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বহিরাগত লোকজন দিয়ে মালেক আকনের জমি ও মসজিদের ওয়াকফকৃত জায়গা জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। এ নিয়ে মালেক আকন আদালতে দুটি মামলা দায়ের করলে কয়েক বছর বিচারকার্য শেষে আদালত তার পক্ষে রায় দেন।
তবে আদালতের রায় উপেক্ষা করে গত ২৬ সেপ্টেম্বর রিপন সিকদার, সুজন, আলমসহ ৫০/৬০ জন লোক মালেক আকনের জমিতে জোরপূর্বক ঘর নির্মাণের চেষ্টা করে। বিষয়টি নিয়ে তিনি থানায় গেলে ওসি কোনো সমাধান না দিয়ে বরং অপমানিত করে বলেন, আপনি আর কোনোদিন থানায় আসবেন না।
এ বিষয়ে অভিযুক্ত রিপন সিকদার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, আপনি যাচাই বাছাই করে রিপোর্ট করেন । এ বিষয় আমি কোনো মন্তব্য করবো না ।
