ঢাকাFriday , 3 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

ভুমি অধিগ্রহণের পাওনা টাকা হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

adminptk112233
October 3, 2025 1:31 pm
Link Copied!

দুমকী প্রতিনিধি

পটুয়াখালীর লেবুখালী সেনানিবাসের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন জমির মালিকেরা। এ ঘটনায় দ্রুত ক্ষতিপূরণ প্রদানের দাবিতে মানববন্ধন করেছেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে লেবুখালী পায়রা সেতুর টোলপ্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেয়া ভুক্তভোগী পরি ভানু অভিযোগ করে বলেন, “সেনানিবাসের জন্য আমাদের সমস্ত জমি অধিগ্রহণ করা হয়েছে। কিন্তু ক্ষতিপূরণের টাকা তুলতে গেলে বিরাজলা ও নন্দীপাড়া এলাকার প্রভাবশালী দুলাল মাতবর (মোশাররফ হোসেন) আমাদের নানাভাবে হয়রানি করছেন। উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠাচ্ছেন।”

অন্য এক ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম বলেন, “যার যত জমি গেছে, সে অনুযায়ী টাকা দাবি করে ভয়ভীতি দেখান দুলাল মাতবর। বর্তমানে সত্তরোর্ধ একজন বৃদ্ধ মিথ্যা মামলায় জেলে আছেন। আমরা তার মুক্তি এবং দ্রুত ক্ষতিপূরণের টাকা পাওয়ার দাবি জানাই।”

এ বিষয়ে অভিযুক্ত দুলাল মাতবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।