ঢাকাTuesday , 7 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

adminptk112233
October 7, 2025 11:07 am
Link Copied!

এম ফোরকান, বাউফল,পটুয়াখালী

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায় ‘’এশিয়া ডিজিটাল আই সেন্টার’’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ উঠেছে।

ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চোখের চিকিৎসা দিয়ে আসছেন এক মেডিকেল এসিস্ট্যান্ট দম্পতি।

জানা গেছে, জয়পুরহাটের মো. রাকিব মিয়া ও তার স্ত্রী রাজশাহীর জান্নাতুল ফেরদৌস তিন বছর মেয়াদি মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। ২০২৪ ও ২০২৫ সালে তারা বিএমডিসি সনদপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয় এক যুবক রাব্বি’র সহায়তায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ল্যাংরা মুন্সির পুল এলাকায় এশিয়া ডিজিটাল আই সেন্টার নামে একটি প্রতিষ্ঠান খুলে বসেন।

সেখানে চোখের পরীক্ষা থেকে শুরু করে অপারেশনের সেবা দেওয়া হচ্ছে বলে প্রচারণা চালানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে রাকিব বলেন, তিনি ঢাকার যাত্রাবাড়ীর এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতাল-এর মেডিকেল এসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। বাউফলের এই কেন্দ্রটি নাকি সেই হাসপাতালের অধীনে পরিচালিত হচ্ছে। তবে তিনি কোনো নিয়োগপত্র বা অনুমোদনের প্রমাণ দেখাতে পারেননি।

পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. খালেদুর রহমান বলেন, এমবিবিএস চিকিৎসক ছাড়া কোনো চক্ষু চিকিৎসা কেন্দ্র চালানোর অনুমতি নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।