ঢাকাTuesday , 14 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

adminptk112233
October 14, 2025 2:42 pm
Link Copied!

এম ফোরকান, বাউফল

“মানবতার সেবায় অবিচল অগ্রযাত্রা” এই স্লোগানকে সামনে রেখে সেচ্ছাসেবী সংগঠন “স্প্রেইড হিউম্যানিটি’র” পক্ষ থেকে পটুয়াখালীর বাউফল পৌরসভায় অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকাল চারটার দিকে পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মদিনাতুল উলুম ক্যাডেট মাদ্রাসা মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের শিক্ষা ও ত্রাণ বিষয়ক সম্পাদক মো. মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন ও সদস্য মো. মোশারেফ হোসেন।

স্প্রেইড হিউম্যানিটি’র দায়িত্বশীলরা বলেন, আমরা সবসময় মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনুস স্যারের ফান্ডে প্রায় দেড় লাখ টাকা পাঠিয়েছি। উপজেলার বিছিন্ন ইউনিয়ন চন্দ্রদ্বীপে ফ্রী মেডিকেল ক্যাম্প করেছি যেখানে প্রায় সাড়ে পাঁচশত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সম্প্রতি একটি বাচ্চার মাথায় পানি জমাট হয়ে মাথা অস্বাভাবিক ছিলো তাকেও অপারেশনের জন্য সংগঠন থেকে ২৫ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আযহায় গরীব অসহায় মানুষের পাশে স্প্রেইড হিউম্যানিটি দাঁড়িয়ে ছিলো।

সংগঠনের সভাপতি মো. রুহুল আমিন বলেন, আমরা সকল বিত্তবানদের কাছে আকুল আবেদন করবো আপনারাও মানুষের পাশে দাঁড়ান এবং আমাদের স্প্রেইড হিউম্যানিটি’র তহবিলে নিজ নিজ জায়গায় থেকে অনুদান পাঠান, আমরা কথা দিচ্ছি আপনাদের টাকা বিফলে যাবে না।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।