ঢাকাSunday , 19 October 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

পৌর শহরে মেলার প্রস্তুতি, স্থানীয়দের ক্ষোভ

adminptk112233
October 19, 2025 8:39 am
Link Copied!

এম ফোরকান, বাউফল

পটুয়াখালরী বাউফল পৌরসভার প্রাণকেন্দ্র পাবলিক মাঠে একটি মহলের মাসব্যাপী মেলার প্রস্তুতি ও কার্যক্রম শুরু করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুসুল্লিসহ স্থানীয়রা।

এ ঘটনায় মেলার আয়োজকদের অনুমোদন না দেয়ার জন্য বাউফল উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযাগ, বাউফল পাবলিক মাঠের চারপাশ ঘনবসতিপূর্ণ একটি এলাকা। মাঠ সংলগ্ন রয়েছে থানা জামে মসজিদ, চরমোনাই জামে মসজিদ, হাচন দালাল বাড়ি জামে মসজিদ, বাংলা বাজার জামে মসজিদ,

একাধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাফেজিয়া মাদরাসা, কিন্ডার গার্টেন ও ক্লিনিক।

এছাড়া নভেম্বর মাসের ২০ তারিখ থেকে ৫ম শ্রেণি, অষ্টম শ্রনি ও দশম/সমমানের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ অবস্থায় মাঠে মেলার আয়োজন করা হলে শব্দ দূষণ, পরিবশ দূষন, সামাজিক অবক্ষয়, মুসল্লিদের নামাজ আদায় সমস্যা, চারপাশে বসবাসরতর পারিবারিক কর্মকান্ড ও কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হবে।

আতিকুর রহমান নামের স্থানীয় এক যুবক জানান, পাবলিক মাঠে ছোট ছোট ছেলেরা বিকেলে খেলাধূলা করে। লেখাপড়ার পাশাপাশি বিনোদন করে। মাসব্যাপী মেলা হলে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হবে। তাছাড়া শিক্ষার্থীরা বিনোদনের জায়গার অভাবে মোবাইল অথবা মাদকে আসক্ত হতে পারে। এতে সামাজিক অবক্ষয় দেখা দিবে। তাই জনস্বার্থে মেলার কার্যক্রম বন্ধের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

বাউফল পৌর শাখার ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আইউব বিন মুছা বলন, মেলায় সামাজিক ও নৈতিক অবক্ষয় ঘটায়। কোন ক্রমেই ধর্মপ্রাণ মুসলমানরা এটাকে সমর্থণ করতে পারে না। তাছাড়া এত ঘনবসতিপূর্ণ এলাকায় মেলার আয়োজন করা হলে পার্শ্ববর্তী বসবাসকারী পরিবারগুলোর নানা রকমের সমস্যা দেখা দিবে। আমরা জেলা ইমাম কমিটিকে বিষয়টি আবহিত পূর্বক মেলা বন্ধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে উপজলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।