ঢাকাTuesday , 19 August 2025
  1. কলাপাড়া
  2. কুয়াকাটা
  3. গলাচিপা
  4. দশমিনা
  5. দুমকি
  6. প‌বিপ্রবি
  7. বাউফল
  8. মির্জাগঞ্জ
  9. রাঙ্গাবালী
  10. সদর
  11. সারাদেশ

গলাচিপায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি

adminptk112233
August 19, 2025 12:07 pm
Link Copied!

এমএইচ জয়

পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে গলাচিপা উপজেলাধীন পানপট্টি ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শামস্ ইসলামিক কমপ্লেক্স মাদরাসায় আজ (সোমবার) অনুষ্ঠিত হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি।এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে ৫০০টি ফলজ চারা উপহার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ৩০০ আম, ১০০ আমড়া ও ১০০ লেবুর চারা। প্রায় পাঁচ একর জমিজুড়ে এসব ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব শামসুদ্দুহা মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক হাফেজ মাওলানা মুফতি মুহাম্মাদ নূরুল ইসলাম, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ ধরনের ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষাতেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে কার্যকর অবদান রাখবে। একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে সবুজপ্রেম ও পরিবেশ সচেতনতা গড়ে তুলবে।

সবুজ পৃথিবী গড়ে তোলার এই উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের কর্মসূচি হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।